বাউফলে ছিনতাই মামলায় পৌরসভার কাউন্সিলর বরখাস্ত!

বাউফলে ছিনতাই মামলায় পৌরসভার কাউন্সিলর বরখাস্ত!


মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুন মল্লিককে (৪৫) সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবদুর রহমান কর্তৃক প্রদত্ত প্রজ্ঞাপনে তাকে গত ২ আগষ্ট সাময়িক ভাবে বরখাস্ত করেন। যার স্বারক নং ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০৪১.২২.১০০৭ । এ সংক্রান্ত পত্রপ্রাপ্তির কথা স্বীকার করেছেন বাউফল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
জানা গেছে,বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুন মল্লিক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অটোরিক্সা, ইজিবাইক এবং সিএনজিসহ ব্যাটারী চালিত রিক্সা চুরি করতো। এক পর্যায়ে সে গাড়ি চোরদের স¤্রাট বনে যান। সর্বশেষ গত এপ্রিল মাসে মাদারীপুর জেলার ডাসার থানার পান্তাপাড়া নামক স্থান থেকে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে  আরো দুইজনসহ পুলিশের হাতে আটক হন। তার বিরুদ্ধে ওই থানায় একটি ছিনতাই’র মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় জেল হাজতে আছেন ।
এছাড়াও পটুয়াখালী সদর থানায় তার বিরুদ্ধে জিআর ৪৫৮/১৯ তারিখ ১৩/৯/২০১৯, বাউফল থানায় মামলা নং ২০ তারিখ ৩১/০১/২০২২ বিভিন্ন অপরাধে মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘ দিন কারাভোগ করেছেন। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন২০০৯ এর ধারা ৩১(১) অনুসারে শাস্তিযোগ্য অপরাধ বিধায় কাউন্সিলর হারুন মল্লিককে পৌর আইন ২০০৯ এর ধারা ৩২(১) (খ) ও (ঘ) উপধারা মোতাবেক দোষী সাব্যস্থ করে একই আইনের ৩১(ক) অনুযায়ী তাকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।